একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাইন্যা দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে একজন নিহত ও গুরুতর আহত অবস্থায় আশঙ্কাজনক দুই জনকে হাসপাতাল নেওয়া হয়েছে বলে জানাগেছে।
রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল হক হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সিএনজি অটোরিকশার সঙ্গে অজ্ঞাত গাড়ির ধাক্কা লেগেছে বলে শুনেছি। ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। স্থানীয়রা বলছে- আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment