কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 23 October 2024

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ২৩ অক্টোবর (বুধবার) সকাল ১১ ঘটিকায় কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। 

উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ৪৫ ধারা এবং পশু জবাই মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারা  মতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।  অপরদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রয়া ত্রিপুরা পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি ব্যবসা প্রতিষ্টানকে ১হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কর্ণফুলী থানার পুলিশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, শ্যামল চন্দ্র সরকার,

 উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য নাজেম উদ্দিন রাসেল, উপ-সহকারী প্রকৌশলী প্রকল্প,তাসলিমা আকতার,স্যানিটারি ইন্সপেক্টর,মনোয়ারা বেগম মনি, ছাএ প্রতিনিধি আল-আমিন,হাসান মাহমুদ ফারজিল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা আনসার সদস্য বৃন্দ।  উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages