একুশে মিডিয়া, ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, একেবারে আনলিমিটেড (সীমাহীন) সময়ের জন্য ক্ষমতা আপনাদের দেওয়া হয়নি। একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদের ক্ষমতার মসনদে বসানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট একটা এজেন্ডা ও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশকে শুধু জরুরি পুনর্নির্মাণ করে অতিদ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের রাস্তায় আপনারা চলা শুরু করুন।’
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে মামুনুল হক এ কথা বলেন। ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে’ বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বোয়লমারী, আলফাডাঙ্গা, মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে মুফতি শরাফত হোসাইন এবং ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে মিজানুর রহমান মোল্লাকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ঘোষণা দেন মামুনুল হক। পরে তাঁদের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দেন।
No comments:
Post a Comment