বাঁশখালীতে প্রেমিকাকে ফোন করার অভিযোগে বন্ধুকে ছুরিকাঘাত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 December 2024

বাঁশখালীতে প্রেমিকাকে ফোন করার অভিযোগে বন্ধুকে ছুরিকাঘাত

একুশে মিডিয়া, প্রতিবেদক:

প্রেমিকাকে ফোন করার অভিযোগ তুলে পিতা-পুত্র মিলে বন্ধুকে হামলা অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার  কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল গুনাগরী আর্দশ গ্রামের মৃত মোহাম্মদ শাহাজানের পুত্র মোহাম্মদ সুজন (২২)কে বাঁশখালী ডিগ্রি কলেজ গেইট এলাকায় বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জঙ্গল গুনাগরী এলাকার মনজুর আলম প্রকাশ মুন্নিক্যা ও তার ছেলে মোহাম্মদ রমিজ প্রকাশ পিয়াল (২০)। আহত যুবক সুজনকে পেঠে ও কোমরে ছুরি মেরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়েন সুজন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহত সুজন উদ্ধার করে, উপজেলার রামদাশ মুন্সিরহাটস্থ বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, হাসপাতল কর্তরত চিকিৎসক আহত যুবক আশংকাজনক হওয়ায়  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানা যায়, মোহাম্মদ রমিজ প্রকাশ পিয়ালের প্রেমিকাকে সুজন  ফোন অভিযোগ তুলে মঙ্গলবার তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এতে এক পর্যায়ে পিয়াল সুজনকে চুরি মারার হুমকি দেন, এছাড়াও পূর্বের একটি চুরির ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এই অভিযোগে পিতা-পুত্র মিলে বন্ধুকে হামলা অভিযোগ করার ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জিসানুল ইসলাম মিঠু বলেন, আহত সুজন আমাকে জানিয়ে ছিলেন যে, তাকে পিয়াল নামে যুবক চুরি মারার হুমকি দিয়েছেন, পিয়াল বা তার পরিবারের লোকজনের সাথে আমি বিষয় শেয়ার না করার আগেই পিয়াল ও তার পিতা মিলে সুজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করছেন বলে খবর পেয়েছি। স্থানীয় বে সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রামদাশ মুন্সির হাট পুলিশ তথ্য তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) তপন বাগচী বলেন, এব্যপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages