সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর তানোরে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ "ডেভিল হান্ট" অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-
১. মাসুদ করিম (৬৫), পিতা: মৃত মমতাজ আলী, গ্রাম: পারিশো, ইউনিয়ন: কামারগাঁ, তানোর। ২. আতাউর রহমান (৫৮), পিতা: মৃত তরিকুল্লাহ, গ্রাম: চকপাড়া, ইউনিয়ন: সরনজাই, তানোর। ৩. শফিকুল ইসলাম (৫০), পিতা: আবুল ফজল, একই এলাকার বাসিন্দা।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, "পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ 'ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে, এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, অভিযান অব্যাহত রয়েছে এবং নাশকতাকারীদের ধরতে পুলিশ ও যৌথ বাহিনী জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
No comments:
Post a Comment