বাঁশখালী আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 15 February 2025

বাঁশখালী আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা

মুহাম্মদ দিদার হোসাইন:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপের টাইম বাজার সংলগ্ন হাজী সুলতান আহমদ কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত "বাংলাদেশ জামায়াতে ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম বার্ষিক পরিকল্পনা-২০২৫" অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর আলহাজ্ব জাফর সাদেক আনুষ্ঠানিকভাবে মাওলানা জহিরুল ইসলামকে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, বাঁশখালী উপজেলা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্ম পরিষদ সদস্য, উপজেলা পৌরসভা কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব পরিষদ, মহিলা জামায়াত, ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর আগে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages