একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
![]() |
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে বাঁশখালীর ৮ কৃতি সন্তান |
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, লায়ন হেলাল উদ্দীনকে সদস্য সচিব এবং আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪৩ জনকে সদস্য করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এ কমিটিতে বাঁশখালী উপজেলা থেকে ৮ জন কৃতি নেতাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১ জন যুগ্ম আহ্বায়ক এবং ৭ জন যুগ্ম আহ্বায়ক সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
বাঁশখালী থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
যুগ্ম আহ্বায়ক:
১। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা- তরুণ সমাজের উদীয়মান নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৬ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
আহ্বায়ক কমিটির সদস্য:
২। এডভোকেট ইফতেখার মহসিন চৌধুরী- চট্টগ্রাম জজ কোর্টের প্রখ্যাত আইনজীবী ও বিএনপির অন্যতম পরিচিত মুখ।
৩। আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী- কালীপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও জননন্দিত নেতা।
৪। জহিরুল ইসলাম চৌধুরী- সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও এমপি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র।
৫। কামরুল ইসলাম হোসাইনী- বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
৬। মাস্টার মোহাম্মদ লোকমান- বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী নেতা।
৭। মোহাম্মদ ইব্রাহীম- বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভিজ্ঞ রাজনৈতিক সংগঠক।
৮। দেলোয়ার আজীম- দলের নিবেদিত কর্মী ও বাঁশখালীর পরিচিত রাজনৈতিক মুখ।
এই গুরুত্বপূর্ণ মনোনয়নে বাঁশখালীর বিএনপির রাজনীতিতে নতুন গতি এসেছে। নেতাকর্মীরা আশা করছেন, এই নেতৃত্ব আগামীতে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।
No comments:
Post a Comment