রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর উপজেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি ফৌজুল কবির ফজলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সব্বির আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
No comments:
Post a Comment