বাঁশখালীতে “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 16 August 2025

বাঁশখালীতে “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম মানবতার কল্যাণে আমরা সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে একটানা ১২ বছর ধরে মসজিদে খেদমত করে আসা বাঁশখালীর সকল ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক। সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন। ইউরোপ প্রবাসী সহ-সভাপতি নাজিম উদ্দীন।  সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন।  বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা।  মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন

বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমাম-মোয়াজ্জিমগণ ইসলামী সংস্কৃতি ধর্মীয় অনুশাসন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ অনেকেই দুঃখ-কষ্টে দিন কাটান। সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

তারা আরও বলেন, “আজকের এই আয়োজন কেবল সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক। ইমাম-মোয়াজ্জিমরা যথাযথ সম্মান মর্যাদা না পেলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে।

অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা শেষে সংগঠনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান, প্রবাসী তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages