বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
স্থায়িত্বশীল উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত প্রকল্প “Anticipatory Action for Landslide Causing Displacement in Chattogram and Bandarban Districts in Bangladesh”-এর আওতায় পূর্বাভাসভিত্তিক আগাম কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। সভাপতিত্ব করেন ইপসার পরিচালক (সোশ্যাল ডেভেলপমেন্ট) নাসিম বানু। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতা ও রাইমসের কারিগরি সহায়তায় ইপসা এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর আর্থিক সহযোগিতা করছে European Civil Protection and Humanitarian Aid Operation (ECHO)।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার ম্যানেজার (রিসার্চ অ্যান্ড মনিটরিং) মোর্শেদ হোসেন মোল্লা। তিনি জানান, বাঁশখালীর পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় এন্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও অনুমোদিত হয়েছে। এছাড়া কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে। তার ভিত্তিতে পুরো উপজেলাকে ঘিরে সেক্টরভিত্তিক আগাম কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
বক্তাদের মূল বক্তব্য, উপজেলা
কৃষি
কর্মকর্তা
শ্যামল
চন্দ্র
সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সিনিয়র সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান কে.এম. সালাহ উদ্দিন কামাল
এবং আরও অনেকে বিভিন্ন সেক্টরভিত্তিক সমস্যা ও সমাধান নিয়ে মতামত দেন।
প্রধান অতিথির বক্তব্য, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন- “দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, সংকেত বার্তা প্রদানের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারলে পূর্বাভাসভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। উপজেলা প্রশাসন ইপসার এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।” সভাপতির বক্তব্য, ইপসার পরিচালক নাসিম বানু বলেন- “আজকের বৈধকরণ কর্মশালায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণ কর্মপরিকল্পনাকে আরও সমৃদ্ধ করেছে। তৃণমূল মানুষের কল্যাণে ইপসা আরও বৈচিত্র্যময় পদক্ষেপ গ্রহণ করবে।”
No comments:
Post a Comment