রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠনের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে বলেন,
“গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে যুবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। জুলাই বিপ্লবে তাদের অবদান অনস্বীকার্য। চিকিৎসা ও শিক্ষায় বৈষম্য থেকে মুক্ত হতে হলে যুবকদের মন জয় করতে হবে, অন্যথায় আগামী নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারায় নানা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সাতকানিয়ার ইতিহাস করুণ ইতিহাস। ১৯৯১ সালে ছোট শিশুরাও স্লোগান দিয়েছিল—‘আমরা যদি ভোটার হতাম, দাঁড়িপাল্লায় ভোট দিতাম’। জামায়াত কর্মীরা শুধু রাজনীতি নয়, সমাজসেবামূলক কাজেও নিয়োজিত ছিলেন। মহানগরে দায়িত্ব পালনের সময় আমরা বির্জা খাল পুনঃখনন করেছি, যা জামায়াতকে আরও ২০ বছর এগিয়ে দিয়েছে।”
তিনি বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“সাতকানিয়ায় যুব বিভাগের ১৮৯টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে যুবকদের সুসংগঠিত করতে হবে। এবারের নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল হলে দেশে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির মতো ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের।
এতে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, সাবেক দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক, অধ্যাপক মাহমুদুল হাসান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সাবেক পৌর আমির এম ওয়াজেদ মিয়া, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment