লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য ও দুই ছেলে আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 August 2025

লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য ও দুই ছেলে আহত

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক উদ্দিনসহ তার দুই ছেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ১২ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনাস্থ কালাগোদারপুল কালিনগর এলাকায়। খবর পেয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্পের টহল টিম লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন- মোঃ রফিক উদ্দিন (৫০), বাসিন্দা বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা কালাগোদারপুল কালিনগর এলাকা বর্তমান ইউপি সদস্য। মোঃ ফয়সাল (২৬), রফিক উদ্দিনের ছেলে। মিশবাহ উদ্দিন মিশাল (২৩), রফিক উদ্দিনের আরেক ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রফিক উদ্দিন (প্রকাশ রফিক মেম্বার) তার ছেলে মিশাল মোটরসাইকেলযোগে বাড়ি ঘাটা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ইউপি সদস্য রফিক উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে ফয়সাল তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে ফয়সালও গুলিবিদ্ধ হয়।

স্থানীয় পরিবারের লোকজন গুরুতর আহত রফিক মেম্বার তার দুই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বড়হাতিয়ার রফিক মেম্বার তার দুই ছেলে গুলিতে আহত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages