গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 August 2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনেই পাথর দিয়ে থেতলে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চন্দনাইশে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

এসময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন—
"সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টায় জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলম এবং সঞ্চালনা করেন জাবের বিন রহমান আরজু।

বক্তব্য দেন সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, মোহাম্মদ এরশাদ, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন,
"একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এভাবে নৃশংসভাবে হত্যা করা অসহনীয় ও অগ্রহণযোগ্য। সকল অপরাধীকে শনাক্ত করে দ্রুত শাস্তি দিতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।” প্রেস বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages