চন্দনাইশে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দখলদারদের দৌরাত্ম্য, নেই প্রশাসনিক উদ্যোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 8 August 2025

চন্দনাইশে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দখলদারদের দৌরাত্ম্য, নেই প্রশাসনিক উদ্যোগ

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সাতঘাটিয়া পুকুর পাড় থেকে বরকল ব্রিজ (বৈলতলী-বরমা সড়ক) পর্যন্ত এলাকার উভয় পাশে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অবৈধ দখল করে রেখেছে প্রভাবশালী মহল। বিষয়টি সকলের চোখের সামনে ঘটলেও কার্যত দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, বরমা ধামাইর বাজার, সাতঘাটিয়া পুকুর পাড়, কালিরহাট বাজার, বাংলা বাজার, মৌলভীবাজার, কেশুয়া রাস্তার মাথা টিনের হাট বাজার পর্যন্ত পুরো সড়কটির পাশে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে অসংখ্য অচল সচল যানবাহন, কাটা গাছ, বাঁশ, বল্লী, ইট, বালু, কংক্রিট, প্লাস্টিক পাইপসহ নানা ধরনের নির্মাণসামগ্রী।

বিশেষ করে সাতঘাটিয়া, কালিরহাট, মৌলভীবাজার টিনের হাটের মতো বাজার এলাকার সড়কের পাশজুড়ে দেখা যায় ফেলে রাখা হয়েছে অব্যবহৃত ভ্যান, জেনারেটর, করিমন-নছিমন, ট্রলি গাড়ি, কংক্রিট মিক্সার মেশিন, বালুর স্তূপ, ইটের স্তুপ ইত্যাদি। এছাড়াও ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে সড়কের জায়গা দখল করে মালপত্র সাজিয়ে রাখায় যান চলাচলে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। এর ফলে সাধারণ পথচারীরা এবং চালকরা পড়ছেন দারুণ ভোগান্তিতে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তবুও এখনো পর্যন্ত কোনো মোবাইল কোর্ট পরিচালনা বা দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা রোধে অবৈধ দখলদারদের উচ্ছেদ মালামাল অপসারণ জরুরি হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন বলেন, “রাস্তার দুই পাশে যারা অবৈধভাবে দখল করে মালামাল রেখেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages