অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে-
নাম: মোহাম্মদ রিয়াদ
পিতা: আবদুল আলিম
মাতা: বেবী আকতার
বয়স: ১২ বছর
স্থায়ী ঠিকানা: জহুজ পাড়া, গুনাগরী, ২নং ওয়ার্ড, কালীপুর ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম।
শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণী: বাঁশখালী গুনাগরী ডলম পীর (রহঃ) শাহ সিনিয়র মাদ্রাসা এর ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
গত ২৭ আগস্ট ২০২৫ ইংরেজি, বুধবার সকালবেলা, তাঁর পিতা আবদুল আলিম মাদ্রাসায় পৌঁছে দেওয়ার পরেও রিয়াদ ক্লাসে না গিয়ে বাড়িতে চলে আসে। পরে পড়াশোনা না করার কারণে তার মা শাসন করলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরে আসে নেই।
উক্ত দিন থেকে এখন পর্যন্ত পিতা-মাতা ও আত্মীয়স্বজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অতএব, কোনো সু-হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহপূর্বক নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-
মোবাইল নম্বর: 01816030574 (পিতা - আবদুল আলিম)



No comments:
Post a Comment