হারানো বিজ্ঞপ্তি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 September 2025

হারানো বিজ্ঞপ্তি

নাম: আব্দু শুক্কুর

বয়স: ৫০-৫৫ বছর (আনুমানিক)

পিতা: ছিদ্দিক আহমদ

মাতা: নুর নাহার

ঠিকানা:

গ্রাম- জঙ্গল কোকদন্ডী (বাঁশখালী ডিগ্রি কলেজের পূর্ব পাশে, ইছুর ছড়া)

ডাক- গুনাগরী, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।

পেশা: ভিক্ষুক

শারীরিক অবস্থা: অসুস্থ এবং পূর্বে পায়ে আঘাতপ্রাপ্ত।

বিবরণ:

প্রায় মাস পূর্বে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর মাকে জানান যে, - দিনের মধ্যে ফিরে আসবেন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

এর আগেও তিনি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন এবং কয়েক দিন পর ফিরে আসতেন।

এবার বাড়ীতে ফিরে না আসায়, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিশেষ অনুরোধ:

কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ নম্বরঃ

01875-985819 (ইসমাঈল - ছোট ভাই)

01885-744375 (ওসমান - ছোট ভাই)

তাঁর মায়ের পক্ষ থেকে এই আবেদন জানানো হচ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages