সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 November 2025

সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

একুশে মিডিয়া, প্রতিবেদক:


চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-, চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে র‌্যাব- এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- জানতে পারে যে সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার নবী মেম্বার বাড়ির গোয়ালঘরের উত্তর কোণের জমির ঝোপের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র বেসবল ব্যাট লুকিয়ে রাখা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর রাত ২টা ৫৫ মিনিটে র‌্যাব- এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে তারা কাপড়ে মোড়ানো অবস্থায় নিম্নোক্ত অস্ত্র আলামত উদ্ধার করে-

০১টি ট্রিগারযুক্ত কালো রঙের দুনলা শুটারগান (দৈর্ঘ্য বাটসহ ২০. ইঞ্চি)

০১টি ট্রিগারযুক্ত কালো রঙের দুনলা শুটারগান (দৈর্ঘ্য বাটসহ ১৭ ইঞ্চি)

০১টি ট্রিগারযুক্ত এক নলা শুটারগান (দৈর্ঘ্য বাটসহ ১১. ইঞ্চি)

১২টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ

১১টি দেশীয় ছুরি

০২টি দেশীয় রামদা

০১টি লাল রংয়ের বেসবল ব্যাট

র‌্যাব- জানায়, এসব অস্ত্রশস্ত্র সম্ভবত সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপনে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত সমস্ত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব- আরও জানায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages