একুশে মিডিয়া, ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় সম্পর্কে জানতে চাইলে আমীর খসরু বলেন, “বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এটি কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্যই সংশ্লিষ্ট বাহিনী রয়েছে—তারাই তাদের দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “রায় আদালত দেবে। বিচার বিভাগের ওপর আমাদের আস্থা আছে। আমরা সবসময় নিরপেক্ষ বিচার বিভাগের প্রত্যাশা করেছি। আশা করি দেশে একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক রূপান্তরের- নির্বাচন ও গণতন্ত্রায়নের দিকেই আমাদের প্রধান মনোযোগ।”
১৮ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টা দমনে ‘মানবতাবিরোধী অপরাধে’ অভিযুক্ত ও বর্তমানে ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।




No comments:
Post a Comment