একুশে মিডিয়া, প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর জামালখানস্থ দাওয়াত রেস্টুরেন্টে বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির মতবিনিময় সভা শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল।
সভায় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ড. সিদ্দিক আহমদ চৌধুরী বাঁশখালীর উন্নয়ন ও জনগণের সার্বিক কল্যাণে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন উপদেষ্টা ডা. রশিদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন এবং বাঁশখালীর উন্নয়ন–অঙ্গীকার নিয়ে কাজ করা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সভায় আরও বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী,
সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী ও মারুফুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছবুর, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, গণশিক্ষা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান ও অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।
বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পিছিয়ে থাকা বাঁশখালীকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সমিতি দীর্ঘদিন ধরে কাজ করছে। এ ধারাবাহিকতায় বাঁশখালী প্রধান সড়ককে চার লেনে উন্নীত করার দাবি জানানো হয়।
এছাড়া শঙ্খ সেতুতে টোল আরোপের উদ্যোগ নেওয়া হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
শীতের শুরুতেই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা বলেন, বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কল্যাণই সমিতির মূল লক্ষ্য- এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




No comments:
Post a Comment