একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছোরা, ছয়টি বাটন মোবাইল ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিল্লাপাড়ার খুশি বর বাড়ি কাশেমের ডেকোরেশন দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিনারুল আলম, পিতা নুরুল আলম, মোহাম্মদ তারেক (২৮), পিতা আবুল কাশেম, দুজনই সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ তারেকের বিরুদ্ধে হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”




No comments:
Post a Comment