ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার সুপরিচিত সমাজসেবক, শিক্ষা উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আশরাফ আলী মেম্বার আর নেই। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
শিক্ষা ও মানবিকতার আলোকবর্তিকা
জীবনভর শিক্ষার প্রসার, অসহায় মানুষের সহায়তা ও সামাজিক সমস্যা সমাধানে তিনি ছিলেন অগ্রগামী। এলাকায় তিনি পরিচিত ছিলেন ‘শিক্ষা ও মানবতার কামলিওয়ালা’ হিসেবে। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত ইসহাক মেম্বার কমিউনিটি ক্লিনিক আজও এলাকায় স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।
তিনি কর্ণফুলী থানার নামকরণ কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি আবদুল জলিল বহুমুখী কৃষি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য ছিলেন।
অঞ্চলজুড়ে শোকের ছায়া
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা, স্মৃতিচারণ ও দোয়া প্রার্থনার ঢল নামে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে শিক্ষাবিদ, মানবিক কর্মী ও সাধারণ মানুষ তাঁর বিদায়ে শোক প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষায়- “আশরাফ আলী ভাই ছিলেন এলাকার উন্নয়নকামী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি ছিলেন অসহায় মানুষের সত্যিকারের বন্ধু।”
শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান, মেধাবী- দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, পরামর্শ, অনুপ্রেরণা ও পড়ালেখার ব্যয় বহনে তাঁর ভূমিকা ছিল অনুকরণীয়। তাঁর সান্নিধ্যে বেড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন-যা তাঁর মানবিকতা ও নিষ্ঠার জীবন্ত সাক্ষ্য।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল ইউনিট লিডার হিসেবে মানবিক সেবায়ও তিনি রেখেছেন অসামান্য দৃষ্টান্ত।
পারিবারিক শোকবার্তা: মরহুমের ছোট ভাই ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান,
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার অনুরোধ জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




No comments:
Post a Comment