কালো নারীর পণ `কবিতা'-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 19 September 2018

কালো নারীর পণ `কবিতা'-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কবিতা রিপোর্ট:
লেখক: কবি-শীবু শীল শুভ্র:

কাননে সারি সারি পাখির মেলা
সবাই করছে কতো কলরব!
তোমার মাঝেই কিছুটা স্বস্তি
নিলীমা এ যে নিয়তির খেলা।

কালো তুমি ছিলে ভালো
আমার-ই নয়নের মণি!
দেহের কালোতে তুমি মৃণ্ময়ী
জ্বালিয়ে দিয়েছিলে নিজ সংসারের আলো।

কালো নারীর শোভা বুঝে কয় জনা
কালো বলে নর করিও না অবহেলা!
নিলীমাকে দেখিয়া পাত্র বাড়ায় পণের টাকা
পণ ছাড়া কালো নারীকে, কে করিবে বিয়া?

পাত্র মশাই করিবে ঠিক বিয়া
যদি না বাড়ে পণের টাকা!
পাত্রের বাবা পাত্রীর বাবাকে আড়ালে ডাকিয়া
৫ভরি স্বর্নে নগদ টাকায় চলে রফাদফা। 

নিলীমার বাবা নত স্বরে
বেয়াই মশাই - ৩ভরি স্বর্ন দিবো অকাতরে।
পাত্রের বাবা ছেলেকে করাবে, সুন্দরী নারীর সাথে বিয়া
কালো নারীর পণ, যদি না দিতে পারো দিয়া?

কণ্যার পিতা না পায় ভাবিয়া
অবশেষে বলে, বেয়াই মশাই সব দিব বুঝাইয়া!
পাত্রের বাবার অট্টহাসি কে দেখিবে
কালো মেয়ে দায় নাকি সকল পরিবারের। 

বি.দ্র:- [কালো মেয়ে বর্তমান সমাজে কণ্যার বাবার দায়,, এই রকম চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে।]

একুশে মিডিয়া।”।

লেখক: শীবু শীল শুভ্র
শ্রীমঙ্গল, মৌলভিবাজার

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages