![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলায় ক্ষুদ্র মনোহারা গ্রামে পারিবারিক কলহের জেরে সাকিল হোসেন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর ১৮ইং) দুপুরে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিল উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র মনোহারা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে, পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি কৌশিক আহমেদ একুশে মিডিয়াকে বলেন, ওই কিশোর এর আত্মহত্যার জন্য থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
এব্যাপারে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ একুশে মিডিয়াকে জানান যে, সোমবার (১২ নভেম্বর ১৮ইং) রাতে পারিবারিক কলহের কারনে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করে ওই কিশোর।
একুশে মিডিয়া/এবি




No comments:
Post a Comment