|  | 
আল আমি মুন্সী:>>>
গাইবান্ধা সদর থানার চকচকা গ্রামের তিন গরু ব্যবসায়ীর বিরুদ্ধে পাওনা টাকা আত্মসাতের, 
চেষ্টার
 অভিযোগ উঠেছে, অভিযোগ সুত্রে জানাগেছে, পীরগঞ্জ থানার,কুমারপুর গ্রামের 
মফিদুল ইসলামের সহিত গাইবান্ধা সদর থানার চকচকা গ্রামের আঃসামাদ,সাদিকুল ও 
আশিকুরের দীর্ঘ দিন ধরে গরু ক্রয়-বিক্রয় করার ব্যবসা ছিলো।দীর্ঘ দিন ধরে এ 
ব্যাবসা বানিজ্য চলাকালে মফিদুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে আত্বীয় সম্পর্ক
 গড়ে তোলে আঃসামাদ,সাদিকুল ও আশিকুর।এ ভাবে চলা কালে গরু ক্রয়-বিক্রয়ের 
চালান সহ বাকীতে লেনদেন করতে থাকে মফিদুল।
গত ১৮ মাস আগে মফিদুল ইসলামের নিকট হতে আঃসামাদ,সাদিকুল ও আশিকুর ৩ লক্ষ ২৭ হাজার টাকার গরুর চালান সহ গরু বাকিতে নিয়ে আসে। 
তার কিছু দিন পর মফিদুল তাদের কাছে বাকী টাকা চাইলে আজ কালের মধ্যে দিবে বলে সময় দিতে থাকেন এক পর্যায়ে পাওনা   টাকা  আত্মসাতের, 
চেষ্টা করতে থাকে।এবং হুমকী প্রদান করে এই  মর্মে  মফিদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায়। আঃসামাদ,সাদিকুল ও আশিকুরের বিরুদ্ধে  অভিযোগ করেন। 
এ ব্যাপারে গাইবান্ধা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মফিদুল ইসলাম।
একুশে মিডিয়া/এমএসএ 
 
 
 


 

.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment