মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 5 October 2019

মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ




এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।কালিকাপুর ইউনিয়নের কিং ছুফুয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে শুক্রবার ৪ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় স্থানীয় কিং ছুফুয়া রহমানীয়া ইবতেদায়ী মাদ্রাসার সামনে উক্ত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
""চলো যাই যুদ্ধে---মাদকের বিরুদ্ধে"" শ্লোগান টি সামনে রেখে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম।এসময় তিনি বলেন মাদক একটি ভয়াবহ ব্যাধি,কিন্তু তা প্রতিরোধ করা শুধু ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করা।আর এই সচেতনতা বৃদ্ধি করা শুরুটা হতে হবে নিজ পরিবার দিয়ে, আপনার সন্তান কে মাদকের ভয়াল চোবল থেকে রক্ষা করতে হলে পারিবারিক সচেতনতনার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে।পরিশেষে তিনি বলেন আসুন আমরা প্রত্যেকে নিজ পরিবার বাঁচাই, দেশ বাঁচাই  মাদককে না বলি।
স্থানীয় কিং ছুফুয়া যুব সমাজের সভাপতি, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাসান মোর্শেদ এর সঞ্চালনায় ও কুমিল্লা মহানগর কলেজ ও ফেণী সিটি কলেজের চেয়ারম্যান সহিদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে উক্ত মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার,কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশননের সভাপতি হুমায়ন কবির রনি ও সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুঃ, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক মজুঃ বাচ্চু প্রমুখ।এসময় উক্ত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চৌদ্দগ্রাম থানার পুলিশের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সুশীল সমাজের নাগরিক এবং বিভিন্ন সামাজিক সেবা মূলক সংগঠনের নেতৃবৃন্দ। 



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages