রাজশাহীর আদালতে স্বেচ্ছায় পলাতক আসামির আত্মসমর্পণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 9 October 2019

রাজশাহীর আদালতে স্বেচ্ছায় পলাতক আসামির আত্মসমর্পণ


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর গোদাগাড়ীর এক আসামি পলাতক ছিলেন। গত ১ সেপ্টেম্বর রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ৫ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। কিন্তু আসামি সেদিন পলাতক ছিলেন। আজ সোমবার তিনি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেলে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ২০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর মো একরামুল হকের ছেলে মোঃ মিলন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৮ সালের ১৭ জুন গ্রেফতারের পর ওই বছরের ১১ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে ১ সেপ্টেম্বর ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ৫ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- দেয়া হয়।
অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। কিন্তু আসামি সেদিন পলাতক ছিলেন। 
আজ সোমবার তিনি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেলে পাঠায়। এ আদেশ দেন রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages