বাঁশখালীতে ‘দুর্নীতি বিরোধী দিবসে’ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্নীতি মুক্ত থাকার অঙ্গিকার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 9 December 2019

বাঁশখালীতে ‘দুর্নীতি বিরোধী দিবসে’ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্নীতি মুক্ত থাকার অঙ্গিকার


একুশে মিডিয়া বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউটস দলের অংশগ্রহণে মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা পরিষদস্থ দিশারী (কৃষাণ-কৃষাণী) হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল্ বশিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেহ, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অসিত সেন, সাব রেজিষ্ট্রার এস.এম আবু মুছা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়,  উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নাঈমুল হাছান, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, আ.ন.ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, আসহাব উদ্দিন প্রমুখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নশীল কর্মকাÐের ধারবাাহিকতা অব্যাহত রাখতে সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি মুক্ত হয়ে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতির কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। দুর্নীতি মুক্ত হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন ছিল। এখন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সফল হয়েছেন। তিনি বাঁশখালীতে সকল ধরনের দুর্নীতি অনিয়ম ও মাদক নির্মুলে সর্বস্তরের জনগণ ও প্রশাসনের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে দুর্নীতি না করার শপথ নিয়ে গণস্বাক্ষরের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর প্রদান করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages