তাহিরপুরে বর্ষা এলেই দুর্ভোগ নৌকা অথবা কাঁদাজনিত কাঁচা রাস্থা দিয়ে যাতায়াত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 1 July 2020

তাহিরপুরে বর্ষা এলেই দুর্ভোগ নৌকা অথবা কাঁদাজনিত কাঁচা রাস্থা দিয়ে যাতায়াত

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
ভাঠির জনপদ হাওর বেষ্টিত হাওরের রাজধানী হিসেবে পরিচিত  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতি বৃষ্টিজনিত কারনে ওপারের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করার অকাল বন্যা দেখা দিয়েছে।গত শুক্রবার থেকে অতি বৃষ্টিরফলে উপজেলার নদী গুলো পানিতে ফুঁসে উঠেছে যার ফলে গ্রামীন জনপদের কাঁচা রাস্থা গুলো তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গৃহবন্দী হয়ে পড়েছেন উপজেলার অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ।
জীবীকার তাগীদে দুর্ভোগ নিয়ে ছোট ছোট ফেরী  নৌকা দিয়ে যেতে হচ্ছে হাট-বাজারে।গ্রামীন জনপদের কাঁচা রাস্থা গুলো বর্ষার শুরুতে বিষেশ করে আষাঢ় মাসে অতি বৃষ্টির ফলে কাঁচা রাস্থগুলো কাঁদা মাটিতে পিচ্ছিল হয়ে যায়।হাট-বাজারে দুর্ভোগ নিয়ে যেতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের।
বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কাঁদাজনিত কাঁচা রাস্থা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ হয়ে দাঁড়ায়, কেও আবার নিয়মিত যেতে পারে না বিদ্যাপাঠে অংশ নিতে।এভাবে বর্ষাতে বঞ্চিত হতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের।এভাবেই মানবেতর জীবন-যাপন করছেন হাওর অঞ্চলের কয়েক হাজার মানুষ সহ শিক্ষার্থীগণ।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages