তাহিরপুর সীমান্তে বিদেশি মদ,নাসির বিড়ি সহ কয়লা ও চুনাপাথর আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 31 August 2020

তাহিরপুর সীমান্তে বিদেশি মদ,নাসির বিড়ি সহ কয়লা ও চুনাপাথর আটক

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ভারতীয় মদ, কয়লা ও চুনা পাথর আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি সূত্রে জানাগেছে, রোববার রাতে ট্যাকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৯৮/৯-এস এর নিকট হতে উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১১বোতল ভারতীয় মদ আটক করে।
একই দিনে,বালিয়াঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৯৭/৬-এস এর নিকট হতে একই ইউনিয়নের বালিয়াঘাটা নামক স্থান হতে ৮ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। এছাড়াও ট্যাকেরঘাট বিওপির টহল দল একই সময়ে সীমান্ত পিলার ১২৯৮/৭-এস এর নিকট হতে ট্যাকেরঘাট নামক স্থান হতে ১শ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে।
অপরদিকে,ট্যাকেরঘাট বিওপির টহল দল গত শনিবার সকালে সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে বড়ছড়া নামক স্থান হতে ১২শ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন  অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ, বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা ও চুনাপাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages