কুতুবদিয়ায় পুলিশের অভিযানে পাঁচ আসামী গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 4 February 2021

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে পাঁচ আসামী গ্রেপ্তার

একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় গোপন সংবাদের মাধ্যমে ০৪ ফেব্রুয়ারী  ভোর রাতে কুতুবদিয়া থানা পুলিশের চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে (০৫) পাঁচ জন ওয়ারেন্টভূক্ত পলাতক  আসামীকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার থানার এসআই রায়হান উদ্দিন, এসআই সানাউল্লাহ, এসআই নুরে আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড়ঘোপ মধ্যম অমজাখালী অভিযান পরিচালনা করেন।
আসামি মধ্যে  (০৪) জন জিআর মামলা ৫২/২০ এবং জিআর ১১৬/১৯ এর পরোয়ানাভুক্ত  আসামি। তারা হলেন- 
১। তৌহিদুল ইসলাম প্রঃ সোনাইয়া(জিআর-৫২/২০) 
২।আহসান উল্লাহ মানিক (জিআর-১১৬/১৯)
৩। মামুন উদ্দিন (জিআর-৫২/২০) 
সর্ব পিতাঃ মৃত আহমদ হোসাইন সর্বসাং মধ্যম আমজাখালী, ৪নং ওয়ার্ড,বড়ঘোপ।
৪। গিয়াস উদ্দিন (জিআর ৫২/২০) পিতাঃ মৃত ফরিদুল আলম সাং দক্ষিণ মগডেইল,৪নং ওয়ার্ড,বড়ঘোপ এবং ০১ জন সিআর মামলা২৫৩/২০ এর পরোয়ানাভুক্ত আসামি
 ৫।আমির হোসেন প্রঃ কালা বুঝা প্রঃ বদি আলম প্রঃজামাই।
কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশের অভিযান অব্যাহত আছে। তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages