ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ডেস্ক টকশো রিপোর্ট:
তিন সিটি নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ভয়ে কেউ নির্বাচনী প্রচারণায় নামতে পারছেন না। যারা নির্বাচনের কাজ করছেন তারা ঘরে ফিরতে পারছেন না। ফিরলেও এলাকায় আওয়ামী লীগের ক্যাডাররা তাদের ভয়-ভীতি দেখাচ্ছে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৫ জুলাই) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র ৫৪৬৮ নম্বর পর্বের আমন্ত্রিত অতিথি হিসেবে এসে তিনি এই অভিযোগ করেন। টকশোটি উপস্থাপনা করেন জিল্লুর রহমান।
রুমিন ফারহানা বলেন, ‘আর কয়েকদিন পরেই তিন সিটি করপোরেশনের নির্বাচন। এগুলো স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই তিন সিটির নির্বাচন এক ধরণের ইঙ্গিত দিতেও পারে। দলীয় সরকারের আদলে কী ধরণের নির্বাচন হতে পারে। এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের হাত ধরে বাকশাল এসেছিল। বাংলাদেশের মানুষ এখন ‘শব্দ’ লিখতে ভয় পায়। মানুষ ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দিলেই ৫৭ ধারায় মামলা হয়। মাহমুদুর রহমান জামিন নিয়ে ৪ ঘন্টা আদালত প্রাঙ্গনেই অবস্থান করেছিলেন। ম্যাজিস্ট্রেট তাকে অভয় দিয়ে কোট পুলিশের হাতে দিলে, কোট পুলিশ তাকে ছাত্রলীগের হাতে তুলে দেয়। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment