একুশে মিডিয়া, জাতীয় রিপোর্ট:
পৌরসভাভুক্ত নয় এমন ১৮৩টি উপজেলা শহরের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ১৩৮০ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনা কমিশন এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পেয়েছে এবং এটি বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এই কর্মকর্তা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগও সম্পৃক্ত থাকবে। সরকারি অর্থায়নে ২০২২ সালের জুনের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন হবে। এটি বাস্তবায়িত হলে দেশের বড় বড় শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমবে।
এলজিইডি’র এক কর্মকর্তা জানান, পৌরসভাভুক্ত নয় এমন প্রত্যেকটি উপজেলা এই মাস্টারপ্ল্যান প্রণয়নে ৪৮ লাখ এবং অবকাঠামো উন্নয়নে ৬ দশমিক ৩৭ কোটি টাকা পাবে। এর অধীনে প্রায় ৫৬০ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার, প্রায় ৯১৫ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ, ড্রেন নির্মাণ ও সংস্কার করা হবে।
প্রকল্পটি ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার আওতাভুক্ত বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দেশের মোট ৪৯২ উপজেলার মধ্যে ইতোমধ্যে ৩০৯টি উপজেলা শহর পৌরসভায় উন্নীত হয়েছে। এসব পৌরসভায় ১২৫৮ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত দ্য ইম্পরট্যান্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের(ফাস্ট ফেজ) বাস্তবায়ন শেষ হয়েছে।
এছাড়া এসব উপজেলায় ৩৪৬৫ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সেকেন্ড ফেজ বাস্তবায়নাধীন রয়েছে।
শুক্রবার সরকারি বার্তা সংস্থা বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। একুশে মিডিয়া।’



No comments:
Post a Comment