
ছবি: ফাইল ফটো
একুশে মিডিয়া, বরিশাল নির্বাচনী রিপোর্ট:
গণসংযোগের এক সপ্তাহ পার হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নবঞ্চিত নেতাদের কাউকে প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা যায়নি। তবে মনোনয়ন বঞ্চিতরা নির্বাচনী মাঠে যতটা নিষ্ক্রিয় ততটাই পর্দার আড়ালে সক্রিয় বলে অভিযোগ উঠেছে। ফলে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন তারা।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, সাংগঠনিক অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ততটা মাথাচাড়া দিচ্ছে। এ নিয়ে দুই দলের নীতি নির্ধারকরা কোন্দল নিরসনে চেষ্টা চালালেও এখনও কোন সমাধান হয়নি।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, ভোটের মাঠে বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারের পক্ষে প্রচারে কেন্দ্রীয় নেতাদের দেখা গেলেও ভোটের মাঠে নেই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা। এবার মেয়র আহসান হাবিব কামালকে দল মনোনয়ন না দেওয়ায় তিনি মাঠে নেই। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনও মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। তিনিও মনোনয়ন না পেয়ে অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, ভোটের মাঠে বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারের পক্ষে প্রচারে কেন্দ্রীয় নেতাদের দেখা গেলেও ভোটের মাঠে নেই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা। এবার মেয়র আহসান হাবিব কামালকে দল মনোনয়ন না দেওয়ায় তিনি মাঠে নেই। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনও মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। তিনিও মনোনয়ন না পেয়ে অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন।
এ প্রসঙ্গে মেয়র আহসান হাবিব কামাল বলেন, তিনি বর্তমান মেয়র, তাই চাইলেও মাঠে নামতে পারেন না। তবে দলের প্রার্থীর সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে দাবি করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় সাদেক আবদুল্লাহকে। তবে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন বরিশাল আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন আহমেদ মোহন। কিন্তু এর মধ্যে মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতাকে এখনও ভোটের মাঠে দেখা যায়নি। অন্যদিকে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের সঙ্গে আবুল হাসনাত আবদুল্লাহর বিরোধ ছিল। হিরনের মৃত্যুর পর তার স্ত্রী জেবুন্নেছা আফরোজের সঙ্গে সেই বিরোধ অনেকটা কমেও আসে। কিন্তু সাদেক আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ার পর হিরন অনুসারী ও সমর্থকরা অনেকটাই নিশ্চুপ। যা আওয়ামী লীগ প্রার্থীকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলবে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দল যাকে মনোনয়ন দিয়েছেন, সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। নির্বাচনের আগেই মনোনয়ন বঞ্চিত নেতাদের সবাইকে মাঠে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। একুশে মিডিয়া।’



No comments:
Post a Comment