মানিকগঞ্জে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে ‘মিতু’ মারাগেছে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

মানিকগঞ্জে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে ‘মিতু’ মারাগেছে-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, মানিকগঞ্জ রিপোর্ট:
মানিকগঞ্জের ঘিওরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে মিতু আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার কুস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
মিতু ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মোকাদ্দেছ হোসেন মধুর মেয়ে। সে ঘিওর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর অকৃতকার্য হয়েছে শুনে মিতু সারারাত না খেয়ে কান্নাকাটি করে।
শুক্রবার ভোরে বাড়ির সবার চোখের অাড়ালে সে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় নেবার পথে সে মারা যায়।
মিতুর বাড়ির প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, ঘিওর সরকারি কলেজের মানবিক শাখা থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশ পায়। এতে মিতু দুই বিষয়ে অকৃতকার্য হয়।
ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages