ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, টাঙ্গােইল রিপোর্ট:
টাঙ্গাইলের ধনবাড়ীতে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই শিশুর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। সোমবার (২৩ জুলাই) ইউএনও এ বিষয়ে ধনবাড়ী থানার ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
অভিযুক্ত মো. ফারুক মিয়া (৩২) উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
জানা যায়, গত ১৪ জুলাই রাতে ফারুক মিয়া পাশের বাড়ির ৬ষ্ঠ শ্রেণিতে পুড়ুয়া ওই শিশুকে (১১) ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক দৌড়ে পালিয়ে যায়।
শিশুটির বাবা জানান, তিনি ও তার স্ত্রী ঢাকায় এক গার্মেন্টেসে চাকরি করেন। এ কারণে বাড়িতে তার বৃদ্ধা মা ও শিশুটি ছাড়া কেউ থাকে না। এ সুযোগে ওই লম্পট ঘরে ঢুকে ১১ বছরের মেয়ের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আমি এর কঠোর বিচার চাই।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, ইউএনওর মাধ্যমে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শিশুটির বাবা আমাদের কাছে ঘটনাটি জানালে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।
যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনার কঠোর বিচার হওয়া উচিত।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধনবাড়ী থানার ওসিকে লিখিত ভাবে জানিয়েছি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment