ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক আটক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক আটক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
কুমিল্লা নগরীর ঝাউতলা প্রয়াত সাংসদ আবদুল হাকিমের বাড়িতে অবস্থিত মেরিগোল্ড হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী।
এর আগে বিকেলে কুমিল্লা কান্দিরপাড় লাকসাম সড়কের খোরশেদ আলম পৌর বিপনি বিতান এর তৃতীয় তলায় চৌধুরী ডেন্টাল সার্জারি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ সময় চৌধুরী ডেন্টাল সার্জারি সেন্টার এর মালিক ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার মাঈন উদ্দিন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা এবং তাঁর প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেন। ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার মাঈন উদ্দিন চৌধুরীর কোন সনদ না থাকার পরেও নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রোগী দেখে আসতে ছিলেন। তিনি মূলত কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন।
এদিকে, বিকালে ভ্রাম্যমাণ আদালতের একই টিম কুমিল্লা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে নগরীর চকবাজার তেলিকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. শাখাওয়াত হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ অভিযান আরো চলবে। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages