ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় ৪ স্বজন হারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক।
সোমবার (৩০ জুলাই) দুপুরে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন, ‘গতকাল (রোববার) বিমানবন্দর সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত দুই জন শিক্ষার্থী রাজীব এবং মীম এর অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি৷
গত সপ্তাহে রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজি কেয়া, তার দুই শিশু সন্তান, গৃহ পরিচারিকা এবং গাড়িচালক একইসাথে নিহত হয়৷
স্বজন হারানোর ব্যাথা যে কি নিদারুণ কষ্টের তা আমি বেশ উপলব্ধি করতে পারি৷ বিশেষ করে এই ধরণের অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। মহান আল্লাহ্ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।
ঘাতক বাস চালককে ইতোমধ্যে আটক করা হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
শেখ হাসিনার সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও সরকার কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে মন্ত্রীসভার বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৬টি কার্যকরী নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
চালক ও তার সহকারিদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, দূরপাল্লার যাত্রায় একজন চালককে যেন ৫ ঘণ্টার বেশি একটানা গাড়ি না চালাতে হয় সেজন্য বিকল্প চালক রাখা, নির্দিষ্ট দূরত্ব পরপর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ম তান্ত্রিক রাস্তা পারাপার বন্ধ, সিগন্যাল মেনে চলা এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment