![]() |
একুশে মিডিয়া, গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন তুষার হত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রলীগ গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাঈফ (বি.মোল্লা), জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ জেলা, ৫ উপজেলা, কলেজসহ বিভিন্ন শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০০৪ সালের ৩১ জুলাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের শিকার জেলা ছাত্রলীগের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন তুষার আন্দোলন করতে গিয়ে শহরের চৌরঙ্গীতে পুলিশের গুলিতে নিহত হন।
বিএনপি-জামাত এ হত্যাকান্ড ভিন্নখাতে প্রবাহিত করে উল্টো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানী করে। দীর্ঘ ১৪ বছরেও এ হক্যাকান্ডের বিচার হয়নি। তারা দ্রুত এ হত্যাকান্ডের বিচার সম্পন্ন করার দাবি জানান। একুশে মিডিয়া।’




No comments:
Post a Comment