একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
ব্যক্তি স্বার্থে রাজনীতি করলে দেশকে কিছুই দেয়া যায় না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে অনেক কিছু দেয়া যায়। আওয়ামী লীগ তা দেখিয়েছে। তাই উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের সরকার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমের অর্থের লোভ সামলাতে পারে না তারা কীভাবে দেশ চালাবে। ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করেনা। এতিমের টাকা আত্মসাৎ করলে শাস্তি পাবেই। এরা আবার ক্ষমতায় আসলে দেশ লুটে খাবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের সরকার প্রয়োজন। এ জন্য ভোট চাইতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন ‘মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে সকালে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে, ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment