
ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বার বার নারী কেলেঙ্কারিতে নাম জড়িয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট সুপারস্টার ইমরান খান। তিনি ক্রিকেটের মাঠে যেমন দুর্দান্ত খেলে বাজিমাত করেছেন তেমনি বাজিমাত করেছেন রাজনীতিতেও। এছাড়া ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের মতোই বর্ণময়। দেশে-বিদেশে ছড়িয়ে আছেন ইমরানের প্রেয়সীরা। নানা সময়ে তার নানা বান্ধীকে নিয়ে জড়িয়েছেন নানা বিতর্কেও।
একজীবনে পরপর তিন নারীর সঙ্গে ঘরও বাধলেও ইমরান খানের রঙিন জীবনে ৮ প্রেয়সী খোঁজ পাওয়া গেছে।
চলুন তাদের সাথে পরিচিত হয়ে আছি।
জিনাত আমন

১৯৭০ এর দশকে পাকিস্তান দলের ভারত সফরের সময় ইমরান-জিনাতের পরিচয়। ইমরানের সঙ্গে জিনাত বহু বার ইংল্যান্ডে গিয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু জিনাত ইমরানের হাত ধরে দেশ ছাড়তে রাজি না হওয়া জুটি ভেঙে যায়।
জেমাইমা খান

বেনজির ভুট্টো

রেহাম খান

খুব অল্প সময়ের জন্য হলেও ইমরান-রেহামের বৈবাহিক সম্পর্ক ছিল। ২০১৫ সালের শুরুতে ইমরান এই বিবাহ স্বীকার করেন। গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, ‘আমি সাধারণত রেহাম খানকে নিয়ে মুখ খুলি না। এখন এটা বলব যে, জীবনে বেশ কিছু ভুল করেছি। এর মধ্যে দ্বিতীয় বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।’ ২০১৫ সালের ৩০ অক্টোবর ইমরান ও রেহামের সম্পর্ক শেষ হয়।
ডেনিস ডি লুইস

সিটা হোয়াইট

২০০৪ সালে মারা যান সিটা। সিটা এবং ইমরানের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে মুখরোচক খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইমরান এই সম্পর্ক অস্বীকার করে।
স্টিফেন বেকহ্যাম

কেট ফিজপ্যাটরিক

কেট অস্ট্রেলিয়ান অভিনেত্রী। কেট ও ইমরানের খুব অল্প সময়ের সম্পর্ক ছিল।
বুশরা মানেকাকে

২০১৫ সালে দ্বিতীয় বিয়ের পর মাত্র ১০ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বিয়ে করেন ইমরান। তৃতীয় স্ত্রী বুশরা মানেকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের আগে আমি তার চেহারার দিকে এক পলকও তাকাইনি। আমি বিয়ের প্রস্তাব দিয়েছি তাকে না দেখেই।’
৩৯ বছর বয়সী বুশরা মানেকা সম্পর্কে ইমরান খান আরও বলেন, ‘তিনি একজন ধর্মীয় পণ্ডিত। ভক্তদের কাছে পথপ্রদর্শক তিনি। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে আসেন না তিনি। এলেও মুখ নেকাবে ঢাকা থাকে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment