কুষ্টিয়ায় ভাইয়ের স্ত্রীকে দাফন করে বাড়ি ফেরার পথে কৃষক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

কুষ্টিয়ায় ভাইয়ের স্ত্রীকে দাফন করে বাড়ি ফেরার পথে কৃষক!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, কুষ্টিয়া রিপোর্ট:
ভাইয়ের স্ত্রীকে দাফন করে বাড়ি ফেরার পথে লাশ হলেন রমজান আলী (৫০) নামের এক কৃষক।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার অলিনগর গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়। রমজান আলী মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাশের গ্রাম অলিনগরে ফুফাতো ভাইয়ের স্ত্রীকে দাফন করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রমজান আলী। এসময় গাংনী থেকে বামন্দীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় রমজানকে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে কুষ্টিয়ার আমলা নামক স্থানে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ওই গ্রামের একজন মোবাইলে আমাকে ঘটনাটি জানিয়েছেন। নিহতের স্বজনদের কথা বলতে বলেছি। তাদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages