‘৯৯৯’-এ অভিযোগ করে বান্ধবীর বিয়ে ঠেকাল বান্ধবীরা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 July 2018

‘৯৯৯’-এ অভিযোগ করে বান্ধবীর বিয়ে ঠেকাল বান্ধবীরা

ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ দিয়ে বান্ধবীর বাল্যবিয়ে ঠেকিয়েছে বান্ধবীরা। রোববার (২৯ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, খবর পাওয়ার পর বর পক্ষ পালিয়ে গেছে। এছাড়া স্কুলছাত্রীর অভিভাবক প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ১৮ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।
জানা যায়, উপজেলার উত্তর শাহপুর গ্রামের মতুল আলীর মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবু তাহেরের ছেলে আলমগীরের সঙ্গে বিয়ে ঠিক হয়। এরপর ওই স্কুলছাত্রী বিষয়টি তার বান্ধবীদের জানায়। পরে তার বান্ধবীরা ‘৯৯৯’ নম্বরে ফোন করে অভিযোগ করে।
অভিযোগের পেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানকে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। পরে মাধবপুর থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages