ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সানি লিওনের ‘ভূমি’ ছবির আইটেম গানটি এখন আলোচনার শীর্ষে। সঞ্জয় দত্ত অভিনীত ছবিটির একটি আইটেম গানে নেচেছেন সানি। মিরা ভান্ডার স্টুডিওতে এই ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল।
সূত্রের খবর, সেই আইটেম সং-টির শ্যুটিং চলাকালিন আচমকাই সানির পোশাকে সমস্যা দেখা দেয়। গান চলাকালিনই তিনি নিজের পোশাক ঠিক করতে শুরু করেন। আর বিষয়টি একেবারেই সাবলীলভাবে সামলে নেন তিনি।
এই গানটির শ্যুটিং নিয়ে সানি লিওন জানিয়েছেন, ওমাঙ্গ কুমার এবং গনেশের সঙ্গে তিনি এই গানটির শ্যুটিংয়ের কাজটি করছিলেন। অন্যান্য গানের থেকে এই গানের ডান্স স্টেপও নাকি খুবই কঠিন ছিল। বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে এই গানটির শ্যুটের জন্য।
সানির সেই দুঃসাহসিক ভিডিওটি দেখুন:
একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment