সিলেট সিটি নির্বাচনে জোটসঙ্গী জামায়াতের সমর্থন পাওয়ার আশা ছাড়ছে না বিএনপি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 July 2018

সিলেট সিটি নির্বাচনে জোটসঙ্গী জামায়াতের সমর্থন পাওয়ার আশা ছাড়ছে না বিএনপি-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, গুলশান রিপোর্ট:
ভোট থেকে সড়ে দাঁড়ানোর সুযোগ নেই তারপরও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটসঙ্গী জামায়াতের সমর্থন পাওয়ার আশা ছাড়ছে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক জোটের বৈঠকে দলটিকে এই অনুরোধ করেছেন। বলেছেন, ‘ঐক্যের স্বার্থে যেন জামায়াত ভোট থেকে সরে দাঁড়ায়।’
শনিবার (১৪ জুলাই) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা। তবে জামায়াত এই বৈঠকে কনিষ্ঠ একজন নেতাকে পাঠায়। তিনি জোট নেতাদের বার্তা তার দলের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয়ার কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলাম ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’
সিলেটে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও জোটের মাঝে কোনো বিভেদ নাই বলেও দাবি করেন ফখরুল। বলেন, ‘সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটি নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করি সিলেটে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দেবে। আমাদের ঐক্য অটুট আছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ‘আজ জোটের বৈঠকে সিলেটে মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে এখনো তাদের প্রার্থী আছে। আমরা বসে নেই, তাদের সাথে আলোচনা চলছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিএনপিসহ জোটের নেতারা জামায়াতকে অনুরোধ করেছি গণতন্ত্র, ঐক্য ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেয়ার। আমরা আশা করব- জোটের প্রার্থীর বিজয় ও ঐক্যের কথা বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। আমরা আশা করব- সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোটের ঐক্য ও বিজয়ের কথা চিন্তা করে জামায়াতকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি।’
জোটের বৈঠকে জোটের শরিক জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এছাড়া এলডিপি সভাপতি কর্নেল ( অব.) অলি আহমদ বীরবিক্রমের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে ২০ দল। জোট হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন ভূইয়া, বিজেপি আন্দালিব রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাতীয় পার্টির (কাজী জাপার) আহসান হাবীব লিঙ্কন, লেবার পার্টির একাংশের সভাপতি ড. ফরিদুজ্জামান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব গোলাম আজগর, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাঈদ আহমদ প্রমুখ। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages