কোটি ভিউর ক্লাবে সমতায় ফিরলেন কণা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

কোটি ভিউর ক্লাবে সমতায় ফিরলেন কণা!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
ইউটিউব থেকে কোটি ভিউয়ের স্বাদ সুকণ্ঠী কণা আগেই পেয়েছেন। পর পর তিনবার। যার দুটি চলচ্চিত্রের গান (দিল দিল দিল এবং ওহে শ্যাম), একটি মিউজিক ভিডিও (রেশমি চুড়ি)।
অডিও গান কিংবা মিউজিক ভিডিওর দীর্ঘ ক্যারিয়ারে এবার দ্বিতীয়বারের মতো কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলেন তিনি। সেই সঙ্গে চলচ্চিত্র আর অডিও গানের কোটি ভিউতে সমতা আনলেন।
কোটির বিচারে কণার ঘরে এবার দুটি চলচ্চিত্র আর দুটি মিউজিক ভিডিও জমা হলো। এবারের গানটির নাম ‘ইচ্ছেগুলো’। গত বছর এপ্রিলে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই গান-ভিডিওটি গতকাল ৩০ জুলাই অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর।
এতে কণা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
এর ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ। মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত গল্পনির্ভর ব্যয়বহুল এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কণাকে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages