আজকের ম্যাচে নেইমারের জন্য বিশাল উপহার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 July 2018

আজকের ম্যাচে নেইমারের জন্য বিশাল উপহার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
জ থেকে শুরু রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ১২টায় কাজান অ্যারেনায় মুখোমুখি হব টুর্নামেন্টের দুই হট ফেভারিট দল ব্রাজিল-বেলজিয়াম।
রাশিয়া বিশ্বকাপে দুরন্ত দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নেইমার ও রবার্তো ফারমিনোর গোলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কিন্তু কাজানে বেলজিয়ামের বিপক্ষে লড়াইটা যে ব্রাজিলের জন্য খুব সোজা হবে না- সেটা সবাই জানে। এডেন হ্যাজার্ড, ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের বেলজিয়াম এবার বিশ্বকাপে ‘কালো ঘোড়া’ হিসেবেই আবির্ভূত। যদিও জাপানের বিপক্ষে দুই গোল হজমের পর শেষ লগ্নে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জেতে বেলজিয়াম।
এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে ব্রাজিল সুপারস্টার নেইমার যদি ‘হ্যাটট্রিক’ করেন তাহলে তার জন্য বিশাল এক উপহার ঘোষণা করেছেন শহরটির মেয়র আইলাসার ম্যাস্টিন।
রাশিয়ার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কাজানে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ আজ। তাই আজকের ম্যাচকে নিয়ে নতুন পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি ঘোষণা দেন, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়ার নেইমার আজ যদি কাজানের মাঠে হ্যাটট্রিক করতে পারেন তাহলে তাকে এক খন্ড জমি উপহার দেওয়া হবে।’
আইলাসার ম্যাস্টিন বলেন, ‘এই ম্যাচে আমরা বিশেষ কিছু আবিষ্কার করতে চাই। নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে তাকে আমরা কাজান শহরে একখন্ড জমি উপহার দেব। সবাই বুঝতে পারছেন যে, তার দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে? একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages