সারাদেশের ১০ পয়েন্টে পানি বিপদসীমার উপরে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 July 2018

সারাদেশের ১০ পয়েন্টে পানি বিপদসীমার উপরে-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশের  ১০ পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। বৃহস্পতিবার ৮ পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করছিল। তবে আজ আরও ২টি পয়েন্টে বেড়ে এখন ১০টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানিয়েছেন, যমুনার পানি মধ্যাঞ্চলের বন্যা সৃষ্টি করতে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আশপাশ এলাকায় বন্যার পানি প্রবেশ করবে। তবে সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে বন্যার পানি কমে যাবে।

আজ সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার প্রতিবেদনে দেখা যায়, পর্যবেক্ষণাধীন পানি সমতল ৯৪ স্টেশনের মধ্যে ৫৪টি বৃদ্ধি, ৩৯টি হ্রাস ও ১টি অপরিবর্তিত রয়েছে।
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলোর মধ্যে সুরমা নদীর কানাইঘাট অংশে ৭৮ সেন্টিমিটার, সিলেট অংশে ৩৫ সেন্টিমিটার, সুনামগঞ্জে ৬৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর সুনামগঞ্জ ১ সেন্টিমিটার, অমলশীদ ১৪ সেন্টিমিটার, শেওলা ১৪ সেন্টিমিটার, শেরপুর-সিলেট ১৪ সেন্টিমিটার। এছাড়া পুরাতন সুরমার দিরাই অংশে ৬৩ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর কলমাকান্দা অংশে ২২ সেন্টিমিটার, ধারলা নদীর কুড়িগ্রাম অংশে ৩১ সেন্টিমিটার পানি বিপদ সীমার মধ্যে রয়েছে। এছাড়া তিস্তা নদীর ডালিয়া অংশে গেল ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে ৫২.৬০ মিটার।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা তথ্য কেন্দ্র থেকে জানিয়েছে, ব্রহ্মপুত্র-যুমনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ী অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি আগামী ৭২ ঘন্টা বৃদ্ধি পাবে, গঙ্গা-পদ্মা নদী সমূহের পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি আগামী ৪৮ ঘন্টায় হ্রাস অব্যাহত থাকবে। ফলে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কতিপয় স্থানে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages