একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বুলাওয়েতে শুক্রবার (২০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্য সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হাতে রেখে ৩৯৯ রান তোলে পাকিস্তান। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৪০০ রান।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই পাক ওপেনার ইমাম উল হক ও ফখর জামান। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন তারা। যার কারণে দুই পাক ব্যাসম্যানের কাছে অসহায় হয়ে পরে জিম্বাবুয়ের বোলাররা। এদিকে প্রথমে ৯২ বলে ফখর জামান ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তার ইনিংসটি ১১ চার ও ২ ছক্কায় সাজানো ছিলো কিন্তু দেরি করেননি তার সাথে খেলতে নামা ইমাম উল হকও। ১১২ বল মোকাবেলা করে তিনিও তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তুতীয় সেঞ্চুরি।
ইমামা উল হকের ইনিংসটি ৬টি চারে সাজানো। পাকিস্তানের এই দুই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ রেকর্ডও গড়েছে। এরকিছু পরেই ১২২ বলে ১১৩ রান করে সাজঘরে ফিরে যায় ইমাম উল হক। এরপর আসিফ আলীকে সাথে নিয়ে জিম্বাবুয়ের বোলারদের উপর আবার চরাও হয় ফকর জামান এবং ১৪৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন তিনি যা বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই কির্তি অর্জন এখন তার দখলে। এর আগে তাতে নাম লেখিয়েছে শচীন টেন্ডুলকারও।
জামানের ইনিংসটি সাজানো ছিল ২৪ চার ও ৫ ছক্কার সাহায্যে। আর আসিফ আলী ২২ বলে ফিফটি করে অপরাজিত থাকেন। আর জামান ১৫৬ বল মোকাবেলা করে অপরাজিত ২১০ রান করেন। একুশে মিডিয়া।’
জামানের ইনিংসটি সাজানো ছিল ২৪ চার ও ৫ ছক্কার সাহায্যে। আর আসিফ আলী ২২ বলে ফিফটি করে অপরাজিত থাকেন। আর জামান ১৫৬ বল মোকাবেলা করে অপরাজিত ২১০ রান করেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment