ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
কিছুদিন আগেই একটি কালো রঙের অডি গাড়ি কিনেছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। গাড়িটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি তার নতুন গাড়ি কেনার খবরটি সবাইকে জানান দেন। ২৮ জুলাই গাড়ির রঙের সঙ্গে মিল রেখে কালো প্যান্ট ও সাদা টপস পরা একটি ছবি পোস্ট দিয়ে ওই ছবির ক্যাপশনে ফারিয়া লিখেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে, যদি তুমি বিশ্বাস কর।’
বাংলাদেশে এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য নব্বই লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত। এর আগে ফারিয়া তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি অডি গাড়ি কেনার স্বপ্ন আছে তার।
অডি গাড়িটির সঙ্গে এই ছবিটি তুলে ফেসবুকে পোস্ট দেন ফারিয়া। ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ আসলে তিনি বলেছিলেন, অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন তিনি। যেহেতু এবার তার বিলাসবহুল অডি গাড়ি কেনার স্বপ্ন মিটেছে। তাই এবার প্রশ্ন উঠেছে, কবে বিয়ে করবেন এ অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরে বিয়ে নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি ফারিয়া।
মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষণা করেন। তবে প্রেমী ও প্রেমীই নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয়।
মায়ের সঙ্গে নুসরাত ফারিয়ার, পেছনে তাদের পুরোনো ব্যক্তিগত গাড়িটি। ছবি: সংগৃহীত
২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। বরং কিছুদিন পরে চলচ্চিত্রে নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment