একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এখন ফ্যাশন হাউজের ব্যবসায় নেমেছেন। এরই ধারাহিকতায় চলচ্চিত্র ও নাট্যঅভিনেতা নজরুল রাজও ফ্যাশন হাউজের ব্যবসায় নেমেছেন। রাজধানীর পুলিশ প্লাজায় প্রথম ফ্লোরে ২৩৯ নং শোরুমে ‘রাজ কালেকশন’ ফ্যাশন হাউজ খুলেছেন।
গতকাল ২৮ জুলাই ‘রাজ কালেকশন’ ফ্যাশন হাউজটি উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী, নাদিমুল ইসলাম নামিদ, টিভি অভিনেত্রী ও মডেল রানী আহাদ, নাজমি জান্নাত, হক বারিশ, জেসমিন মৌসুমী, দিয়া, শাকিলা পারভিন, জেরিন খানসহ একঝাঁক মডেল।
এ প্রসঙ্গে নজরুল রাজ বলেন, ‘সময়ের সঙ্গে নারীদের রুচি প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে আমার এ ফ্যাশন হাউজ। এতে নারীদের পাশাপাশি পুরুষেরও পাঞ্জাবি থাকবে। রাজ ফ্যাশন হাউজে ইন্ডিয়ান-পাকিস্তানি এক্সক্লুসিভ পোশাক পাওয়া যাবে।’
নজরুল রাজ এ পর্যন্ত বেশ কিছু সিনেমা ও নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্ম প্রযোজনাও করেছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাজ মাল্টিমিডিয়া। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment